সংগৃহিত
সারাদেশ

সিলেটে কালবৈশাখী ঝড়ে আহত ৪০

জেলা প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগই ঘরের টিনের চালা ফুটো হয়ে মাথায় আঘাত পান।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা শহরে পাঠানো হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এর আগে রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটজুড়ে আঘাত হানে কালবৈশাখী। এসময় অন্তত ১৫ মিনিট শুধু শিলাবৃষ্টি হয়েছে। এসময় আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সিলেটজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ভেঙে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও শিলাখণ্ডের আঘাতে যানবাহনের ও বাসাবাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চোখে আঘাতপ্রাপ্ত হওয়ায় একজনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া যুবকের নাম বিল্লাল আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার নরুপাড়া গ্রামের তছলিম আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

বিল্লাল আহমদের বোন রুমি বেগম বলেন, কালবৈশাখীর সাজ দেখে দ্রুত রিকশা নিয়ে বাড়িতে আসেন বিল্লাল। ঘরে ফেরার পর শুরু হয় ঝড়-তুফান। এসময় টিনের চালা ফুটো হয়ে একটি বড় শিলাখণ্ড তার চোখের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে আহত গোলাপগঞ্জের বারকোট এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, ঝড়ের সময় ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ একটা বড় শিলাখণ্ড মাথায় পড়লে মাথা ফেটে যায়। হাসপাতালে এসে মাথায় ২টি সেলাই দেওয়া লেগেছে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন বলেন, কালবৈশাখী ও শিলাবৃষ্টির পর অন্তত ৩০-৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। প্রত্যেকেই শিলাখণ্ড পড়ে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগকে মাথায় সেলাই দেওয়া হয়েছে। কয়েকজনকে উন্নত চিকৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহতরা জানিয়েছেন ঘরের টিনের চালা ফুটো হয়ে শিলাখণ্ডের আঘাতে আহত হয়েছেন। অনেক আবার ঝড়ের সময় বাইরে থাকায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

রোহিঙ্গা সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

শীতে কাঁপছে পঞ্চগড়, ঢাকায় এখনো গরম

আর কিছুদিন পরই হয়তো ঢাকায় জেঁকে বসবে শীত। তবে এর আ...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা

বিশ্বের পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর...

৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্যাটারিচালিত রিকশার চালকেরা রাজধানীর জুরাইন রেলক্...

সংখ্যালঘুদের জন্য ৪২ আসন সংরক্ষণের দাবি

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে সংখ্যালঘুদের জন্য...

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা