নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সিলেট জেলায় গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের ১ম স্তরে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেছে।
রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই বিজয়ের সবার জন্য মাসে বিরাট সুখবর। সিলেটে গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়েছে। এই কূপে ৪ টি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। স্তরগুলো প্রায় সাড়ে ৩ হাজার মিটারের ঊর্ধ্বে। আমরা ১ম স্তরে তেলের সন্ধান পেয়েছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি ঘণ্টায় সেখান থেকে ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাচ্ছে। পরীক্ষা শেষে তেলের মজুদ জানা যাবে। এর জন্য আরও ৪-৫ মাস সময় লাগবে। যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা যায় তাহলে ১৫ বছরের অধিক সাসটেইন করবে।
নসরুল হামিদ জানান ২ হাজার ৪০০ থেকে ৬০ ও ২ হাজার ৪০০ থেকে ৭৫ মিটারের আরও একটি ভালো গ্যাসের স্তর পাওয়া যায়। এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
তিনি আরও বলছেন, ২ হাজার ২৯০ থেকে ২ হাজার ৩১০, এ স্তরেও গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতের ১ হাজার ৩৯৭ থেকে ১ হাজার ৪৪৫ মিটার গভীরতায় আরও একটি জোন আবিষ্কৃত হয়। যেখানে গত ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়।
এবি/এইচএন