সারাদেশ

সাভার-আশুলিয়ায় ১২ কারখানা বন্ধ

আমার বাঙলা ডেস্ক

সাভার, আশুলিয়া এবং জিরানি এলাকার ৪০১টি কারখানার মধ্যে ১২টি পোশাক কারখানা মঙ্গলবার (১৯ নভেম্বর) বন্ধ রাখা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠনের (বিজিএমই) আওতাভুক্ত কারখানা সব খোলা আছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিএমইএ থেকে এক প্রতিবেদনে এই হিসাব জানানো হয়।

বিজিএমইএ জানায়, বন্ধ কারখানাগুলোর মধ্যে শ্রমিক অসন্তোষের কারণে অর্থাৎ শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রাখা হয়েছে চারটি কারখানা। এছাড়া কাশিমপুর এবং জিরানি এলাকার বেক্সিমকো গ্রুপের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বাধার কারণে ওই এলাকার ১১টি কারাখানা বন্ধ ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।

অপরদিকে, জিরানি এলাকার ডরিন ফ্যাক্টরির ১৩ জন স্টাফ ছাঁটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে একই মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ওই কারখানার শ্রমিকরা।

বেক্সিমকো কারখানার শ্রমিকদের অসন্তোষের কারণে সারাবো ও জিরানিসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজিএমইএ জানায়, বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন কারখানায় হামলা করেছে। এমন পরিস্থিতিতে আরও ১০টি কারখানা বন্ধ করা হয়েছে। এর মধ্যে ডরিন গার্মেন্টস, ডরিন অ্যাপারেলস এবং ডরিন ফ্যাশনে শ্রমিক অসন্তোষ চলছে। এছাড়া সারাবো ও জিরানি এলাকায় আইআরআইএস ফ্যাব্রিক্স, কে এ সি কম্পোজিট, এক্সাকো লিমিটেড, ওয়াই পি গাজীপুর লিমিটেড, হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার, অটো টেক লিমিটেড এবং উত্তরা নিটওয়্যারের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া আশুলিয়া এলাকায় ‘সাদাতিয়া সোয়েটার’ নামে একটি কারখানা বন্ধ আছে।

বিজিএমই’র তথ্য বলছে, সংগঠনটির আওতায় থাকা ২ হাজার ৯৩টি কারখানার মধ্যে অক্টোবরে বেতন দেয়নি এমন কারখানার সংখ্যা ১০১টি এবং সেপ্টেম্বরের বেতন হয়নি একটি কারখানায়।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

নীলফামারীর জলঢাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে শফিউর রহমান নামের এক ব্যাক্তিকে শীর্ষ চা...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

শত বছর আগের চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে আনে

ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ অনেক দি...

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বেনাপোল থেকে ফেরত ৪ পণ্যবাহী ট্রাক

বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবি...

নীলঘুড়ি ঈদসংখ্যার লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিল্প-সাহিত্যের কাগজ নীলঘুড়ি ঈদসংখ্যা-২০২৫-এর লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী রাজধানী...

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণ...

ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিলো জেনিন ব্রিগেডস!

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (...

অভিনেত্রী মেঘনা আলম ডিটেনশন আইনে কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে আটকের পর অভিনেত্রী মেঘনা আলমকে কারা...

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা