আশ্রাফ উজ-জামান রুবেল : নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশের পর দুই মহানগর পুলিশের কমিশনার এবং পাঁচ জেলার পুলিশ সুপারদের (এসপি) অন্যত্র বদলি করে সেখানে নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি। সেই ধারাবাহিকতায় সাতক্ষীরায় নতুন এসপি যোগদান করছেন ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল। গত সোমবার তাতে অনুমোদন দিয়েছে ইসি।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর সাতক্ষীরার এসপি পদে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, বরিশাল ও সিলেট মহানগরের পুলিশের কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানায় ইসি। একই সঙ্গে তাঁদের জায়গায় অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব ইসিতে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দেয় ইসি।
এ ছাড়া মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার ওসিকে জেলার বাইরে বদলির নির্দেশ দিয়েছে ইসি।
এবি/এইচএন