সংগৃহিত
রাজনীতি

সরকার জনগণের অধিকার হরণ করেছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার ‘ভোট ডাকাতি’ করেছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার ডাকাতদের সরকার। ওরা নিজেরাই ডাকাত, ভোট ডাকাতি করেছে। সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে। এখন আবার বলছে, ভোট ভালো হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বলছে সবাই তাদের স্বীকৃতি দিচ্ছে। পিটার হাস না কি নেত্রীর সঙ্গে দেখা করে গেলো। কই পিটার হাস আর নেত্রী শেখ হাসিনার ছবি তো আমরা কোথাও দেখলাম না। তারা (যুক্তরাষ্ট্র) বরং বলেছে, অত্যাচার-নির্যাতনের মধ্যদিয়ে এই দেশ অগ্রসর হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। সব ইউরোপীয় দেশগুলো তাই বলেছে। তারা (সরকার) শুধু ভোট জালিয়াতি করে নাই, এখন জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়েও জালিয়াতি করছে।

মান্না আরও বলেন, একজন প্রশ্ন করেছেন, কাপড়ের মধ্যে সই করলেই কি ওরা (সরকার) চলে যাবে? আরে ওদের তো পিছা দিয়ে পেটালেও যাবে না। যেতে চায় না। কিন্তু আমরাও এমন আন্দোলন করবো যে, যেতে হবে, তখন বাপের নাম ভুলে যাবে। তখন ফিরে দাঁড়িয়ে নিজের জন্য একবার দোয়াও করতে পারবে না। সেই পরিস্থিতি আসছে।

তিনি আরও বলেন, আজকে এখানে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলবে। এরপর কি আমাদের কর্মসূচি শেষ হয়ে যাবে? না, ২টা পর্যন্ত কর্মসূচি চলবে, পরশু ২টা পর্যন্ত চলবে। এভাবে জানুয়ারি মাস শেষ হয়ে যাবে। তখন ফেব্রুয়ারি মাসে চলবে। যতক্ষণ পর্যন্ত সরকার না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলবে।

সরকার ভোট করেনি অভিযোগ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই নির্বাচনে ভোটার ছিল একজন। তিনি ৩০০ আসনে ভোট দিতে পারতেন, শেখ হাসিনা। উনি যাকে যাকে ভোট দিয়েছেন, উনিই জিতেছেন। বাকি কেউ জিততে পারেনি। এমন ভোট মানার কোনো প্রশ্ন আসে না। আমাদের সভা ভেঙে দিতে পারেন, নেতাদের গ্রেফতার করতে পারেন, গুম-খুন তো অনেক দিন চলেছে, আন্দোলন তো থামাতে পারেননি। পারবেনও না। আন্দোলন চলতেই থাকবে।

তিনি আরও বলেন, একজন মন্ত্রী বলেছেন, সাতদিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবো। অবিলম্বে দ্রব্যমূল্য কমাবে। সরকারের না কি এটা টপ প্রায়োরিটি। অথচ আজকে বাজারে চাল, পেঁয়াজ, লবণ কত করে? সব জিনিসের দাম বেশি। গ্যাসেরও দাম বেশি, চট্টগ্রামে গ্যাস নেই। আমি তো তোমার (সরকার) কাছে চাল, ডাল, তরকারি চাইনি। গ্যাস দেবে টাকা দিয়ে, সেই গ্যাস যদি দিতে না পারো, আমার যদি রান্নার চুলা না জ্বলে, ছেলেমেয়ে যদি অভুক্ত থাকে, তাহলে তুমি (সরকার) আছ কেন? লজ্জা করে না?

সবগুলো ব্যাংক বন্ধের দশা হয়েছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, টাকা নেই সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংক তখন ছাপিয়ে ছাপিয়ে টাকা দিয়েছে। তারপর বাংলাদেশ ব্যাংক এক সময় বলেছে, এভাবে টাকা ছাপালে কাগজ হয়ে যাবে। অতএব বন্ধ করে দেই। এটা কোনো দেশ, এটা কোনো ব্যাংক, এটা কোনো অর্থনীতি? এই সরকারের জালিয়াতির বিরুদ্ধে সারাদেশের মানুষ এখন কাঁপছে। তারা বিক্ষোভে রাজপথে নামবে। আমরা সেই আহ্বান জানাই।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা একটু কষ্ট দেয়। তারা জনগণকেও কষ্ট দেয়, রাজনৈতিক দলগুলোকেও কষ্ট দেয়। নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি করে, এগুলো সহ্য করেও আমরা টিকে আছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা