নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার ঢাকায় বসবাসকারী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন কসবা উপজেলা সমিতি, ঢাকা’র দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ গোলাম সারওয়ারকে সভাপতি ও নিডস গ্রুপ এর সম্নানীত ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ নাজমুল হুদা খন্দকার কে সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকাল ৪ টায় রাজধানী ঢাকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে। দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২২ - ২০২৪ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা গ্রুপে অব কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী কবীর আহমেদ ভুইয়া, আলহাজ্জ সেলিম মাস্টার,এড, আনোয়ার জাহিদ ভুইয়া ও এম এ কাইয়ুম।
এই সময় কসবা উপজেলা সমিতি, ঢাকা’র সাধারন সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার দ্বিবার্ষিক প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো, গোলাম সারওয়ার।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নিবার্চন কমিশনার আবু জামাল খন্দকারের সভাপতিত্বে নিবার্চন কমিশনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপ- সচিব, ড. শফিকুল ইসলাম, আলহাজ্ব আনিছুর রহমান ভুইয়া নিবার্চন পরিচলনা করে। আগামী দুই বছনের জন্য ২০২৪-২০২৬ ইং মেয়াদের জন্য ৬১ সদস্য বিশিষ্ট কমিটি কে নির্বাচিত করা হয়।
এবি/এইচএন