ক্রীড়া ডেস্ক: ৬ ঘণ্টা টানা অস্ত্রোপচার টেবিলে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। অবশেষে সফলভাবে অস্ত্রোপচার শেষ হলো তার। এরপর নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাখা হয়েছে আইসিইউতে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় বাফুফে সভাপতিকে। আনুষ্ঠানিকতা সেরে তার অস্ত্রোপচার শুরু হয় সকাল ১০টার দিকে। বিকাল ৪টা পর্যন্ত টানা অস্ত্রোপচার করা হয়।
সূত্র জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে শেষ করার পর কাজী সালাউদ্দিনকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
তবে কাজী সালাউদ্দিনের শরীর অস্ত্রোপচারের উপযুক্ত করতে বেশ কিছুদিন সময় নিয়েছেন তারা। সুগার, রক্তচাপ, কাশি ছিল তার। সবকিছু নিয়ন্ত্রণে আনতে ডাক্তাররা অপেক্ষায় ছিলেন।
বিদেশে নিয়ে সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকায়ই অস্ত্রোপচারে সম্মতি দেন তার পরিবারের সদস্যরা।
এবি/এইচএন