মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক ও অন্যান্য বন্ধুপ্রতিম সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও শিবির নেতা সফিজ উদ্দিনের সঞ্চালনা উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা ইসমাইল হোসেন, জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। ইফতার মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামী সংগঠনের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ এসএ