মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপি'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পৌরসভার ১নং ওয়ার্ডে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোঃ মহসিন মিয়া মধু।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইফতার শেষে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, 'আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিতে দখলবাজ, ধান্দাবাজ ও চাঁদাবাজের ঠাঁই নেই। যারা এসব অপকর্ম করবে বা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি হচ্ছে একটি গণমানুষের দল, তাই জনকল্যাণে সবাই এগিয়ে আসতে হবে।'
আমার বাঙলা/ এসএ