অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংক ভবনে এসব কম্বল বিতরণ করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানি পরিচালক এবং মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।
অন্যানের মধ্যে এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান জরিপ, তারেক খন্দকার, ফয়সল আহমেদ, জাহাঙ্গীর খান, পীযূষ পাল, ফেরদৌস আরামসহ ব্যাংকর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
আমারবাঙলা/জিজি