পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি ও আজমিনা সিদ্দিকি, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে সোমবার (১০ মার্চ) এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালে শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্য ১০ কাঠা করে প্লট পান। রাজধানীতে সম্পদ থাকা স্বত্বেও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এসব প্লট অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। পরে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তানসহ ১৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক।
প্রায় দেড় মাস তদন্তের পর অভিযোগপত্র দিল সংস্থাটি। আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানন্ত্রীর সাবেক একান্ত সচিব- ১ মোহাম্মদ সালাহ উদ্দিন।
আমারবাঙলা/জিজি