নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষণার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান একজন বড় মাপের নেতা। তাকে আমরা শ্রদ্ধা করি।
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ টেপ রেকর্ডার নিয়ে গেলে স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিবুর রহমান জানিয়ে তিনি বলেন, যখন মা-বোনের ইজ্জত লুণ্ঠন হচ্ছিল তখন ফিল্ড কেউ নামেনি, নেমেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মেজর অব. হাফিজ উদ্দিন বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই লেখা তাকে কে পাঠিয়েছে? কার লেখা তিনি পাঠ করেছেন?
তিনি বলেন, ১৯৭১ সালের সেই মাহেন্দ্রক্ষণে কাউকে তো খুঁজে পাওয়া যায়নি। তাই, শুধু কথা বলার রাজনীতি করলে তো হবে না।
মন-মানসিকতার দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে আছি জানিয়ে তিনি বলেন, সেতু, ব্রিজ দিয়ে কী হবে? এটা তো উন্নয়ন নয়। যেখানে আমি আমার ভোট দিতে পারছি না। দেশে কোথায় আজ গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্যই কি নিরীহ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল? অথচ এখন গলা ফাটিয়ে বক্তব্য দেন ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা।
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেজর অব. হাফিজ বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, ইনশা আল্লাহ বিএনপির বিজয় হবে। গণতন্ত্রের বিজয় হবে।
এবি/এইচএন