সংগৃহীত
খেলা

শান্ত-তাইজুলের প্রশংসায় প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক : প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ের মূল কারিগর ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। ধারনা করা হচ্ছে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও দলের প্রধান অস্ত্র হবেন শান্ত-তাইজুল।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৭ এবং ১০৫ করেন শান্ত। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরির নজির গড়েন তিনি। বল হাতে ১৮৪ রানে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম।

শান্তর অধিনায়কত্বে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ যথার্থ সম্মানের সাথেই শান্ত সর্তীর্থদের আদেশ দিয়েছে, মানসম্মত পারফরমেন্স প্রত্যাশা করেছে।’

হাথুরু আরও বলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা দু’টি আলাদা বিষয়। অধিনায়ক হিসেবে দারুণ করেছে সে। দারুন কৌশলী ছিল সে। বেশির ভাগ সময়ই নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পেরেছে । ফিল্ডিং সাজানোও ছিল খুব ভালো। কখনও কখনও চিরাচরিত নিয়মের বাইরে হলে খুবই কার্যকর ছিলো।’

তিনি আরও বলেন, ‘শান্তর নেতৃত্ব ছিলো চমৎকার। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে সে। যথাযথ সম্মানের সাথেই (সতীর্থদের) আদেশ দিয়েছে এবং তাদের কাছ থেকে মানসম্পন্ন পারফরমেন্স পেয়েছে। আমার মনে হয়, তার সামনে লম্বা একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে অধিনায়ক থাকবে কি না, সেটি বোর্ডের সিদ্ধান্ত। যথা সময়ে বোর্ডই সিদ্ধান্ত নিবে।’

শান্তর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের ছায়ায় ঢাকা পড়া মোমিনুল হকেরও প্রশংসা করেছেন হাথুরুসিংহে, ‘ম্যাচটি জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল। আমরা দু’টি ৯০এর বেশি রানের জুটি গড়েছি। দু’টিতেই ছিলো মোমিনুল। প্রথম ইনিংসে আমরা একটু বেশি রান করতে পারতাম কিন্তু উইকেট ভালো হলে আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি তখনই এমনটা করতে পারবেন, যখন এটি আপনার পক্ষে যাবে, আবার এটি কখনও কখনও আপনার বিরুদ্ধেও যেতে পারে। আমরা কন্ডিশন এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। দুই ইনিংসে দলের পারফরমেন্সে আমি খুশি।’

দলে সাকিব আল হাসানের ছায়ায় থাকা সত্বেও নিজেকে উজার করে দেওয়া তাইজুলের প্রশংসা করেছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ তাইজুল। বিশ্বমানের খেলোয়াড়ের ছায়ায় খেলেন বলে তার উপর আলো পড়ে না। বেশিরভাগ ম্যাচেই তাকে পাশর্^ চরিত্র হিসেবে খেলতে হয়েছে। তার রেকর্ড অসাধারণ। প্রায় ২শ উইকেট আছে তার। খুব ধারাবাহিক সে। এই টেস্টে দারুণ পরিপক্কতা দেখিয়েছে। টেকনিক্যালই রঙ্গনা হেরাথ তাকে নিয়ে বেশ ভাল কাজ করছেন। আমি মনে করি লম্বা সময় বাংলাদেশকে সেবা দিতে পারবে তাইজুল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

শুনেছি লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘‘এখনো হাসিনা ভারতে...

মুক্তির দ্বিতীয় দিনে সুখবর এলো নিশোর সিনেমার

ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা