সংগৃহিত
বিনোদন

লোকসানের মুখে ‘পুষ্পা টু

বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। বর্তমানে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণে ব্যস্ত রয়েছেন পরিচালক সুকুমার। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। কিন্তু তার আগেই কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে নির্মাতাকে।

আল্লু অর্জুন ও রাশমিকার মতো এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমায় আইপিএস অফিসার ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। মূলত এই অভিনেতার জন্যই অর্ধ কোটি টাকার বেশি লোকসানের মুখে পড়েছেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফাহাদ ফাসিলের জন্য ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা। কারণ, এই সিনেমার শুটিংয়ের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি মাস সময় দিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু নির্মাতা তার পরিকল্পনা পরিবর্তন করেন। এতে অভিনেতার ওই সময়টা নষ্ট হয় এবং সিনেমাটি নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

এরপর একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফাহাদ ফাসিল। যার ফলে ‘পুষ্পা টু’র শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল দিতে পারছেন না এবং শুটিং বন্ধ রয়েছে। শুটিং দেরি হওয়ার কারণে ৪০ কোটি রুপি লোকসানের মুখে পড়বেন নির্মাতা। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি। জানা গেছে, ‘পুষ্পা’র জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু সিনেমার সাফল্যের পর পাল্টে গেছে পুরো প্রেক্ষাপট। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। ‘পুষ্পা টু’ সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ‘পুষ্পা টু’ সিনেমার। তবে আপাতত শুটিং বন্ধ থাকায় আবারও সংশয় তৈরি হয়েছে সিনেমাটির মুক্তি নিয়ে। আল্লু অর্জুন, রাশমিকা ও ফাহাদ ফসিল ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা