লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নং ওয়ার্ড যুববিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৮ মার্চ) বিকেল ৫ টায় শহরের পৌর ১২ নং ওয়ার্ডের গনু মিয়া সর্দার বাড়িতে এই আয়োজন করা হয়।
জানা যায়, প্রতিবছর এই ওয়ার্ডে এমন আয়োজন করা হতো তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
যুব বিভাগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াদ হোসেন বিপুর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির এড. আবুল ফারাহ্ নিশান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার হোসেন বাবর ভুঁইয়া, সাবেক কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন, শ্রমিককল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সেক্রেটারি বাবর পঞ্চায়েত।
এছাড়া উপস্থিত ছিলেন, যুব বিভাগের সহ-সভাপতি মনির হোসাইন, দিঘির পাড় ইউনিটের সভাপতি মুরাদ হোসেন, সেক্রেটারি কাউসার হোসেনসহ, জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা রমজানের তাৎপর্য এবং দ্বীনি অনুভূতি নিয়ে ইসলামের পতাকা তলে সমবেত হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে ইসলামি সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
আমারবাঙলা/ইউকে