দেশব্যাপী চলমান খুন,ধর্ষণ,ডাকাতির সঠিক বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তার ওপরে গোল বৃত্ত আকৃতি হয়ে বসে পড়েন। যার ফলে উত্তর তেমুহনী থেকে শহরের চকবাজার যাওয়ার সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।তবে রোগীবাহী এম্বুলেন্স গুলো তারা যেতে দেন। এসময় নারী শিক্ষার্থীরা মাথায় লাল-ফিতা বেঁধে স্লোগান দিতে থাকেন। এসময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য জোর দাবি তোলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদে চলতে চান।
শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী গণ-হারে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে। খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট ও আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দ্রুত এসব নিয়ন্ত্রণ না করা হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। অতি শীঘ্রই দেশের আইনশৃঙ্খলা পরিবেশ কঠোর করার জন্য দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আমারবাঙলা/ইউকে