সংগৃহিত
বাণিজ্য

রোজার আগে লেবুর বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস আসলে সেহরি-ইফতারের অতি প্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়া বাংলাদেশে যেন অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজারে গেলেই পাওয়া যাচ্ছে বাড়তি দামের উত্তাপ।

সোমবার (১১ মার্চ) রমজানের আগের দিন ইফতারে শরবতে বেশি ব্যবহার করা লেবুর দাম যেন আকাশ ছুঁয়েছে।

অন্যান্য সময় যেখানে লেবু হালির দাম হয় ২০-৩০ টাকা, সেখানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫০ টাকায়। এছাড়া বড় আকারের লেবু প্রতি পিস ২০ টাকা করেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। সে হিসেবে, এক হালি লেবুর দাম হয়েছে ৮০ টাকা।

গরম সবে পড়তে শুরু করেছে। এ সময় ইফতারে রোজাদাররা শসা-খিরাই রাখার চিন্তা করলেও দাম শুনে পকেটের হিসাব মেলাতে হচ্ছে। শসার দাম কোথাও কোথাও ১০০ টাকা ছাড়িয়েছে। কোথায়ও আবার পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৮০ টাকায়।

কেবল লেবু-শসাই নয়, রমজানকে সামনে রেখে বাজারে সবজি, মাছ-গোশত, বরই-পেয়ারা থেকে খেজুর-নাসপাতি সব পণ্যে লেগেছে বাড়তি দামের তাপ। ফলে পছন্দের জিনিস কিনতে এসে না কিনে ফিরে যাচ্ছেন কেউ কেউ। আবার কেউ বাজেট সংকটে চাহিদার তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন।

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সব ধরনের বিক্রেতারা দাবি করছেন, আড়তে পণ্য আছে। তবে বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, অন্য দেশ পণ্যের দাম কমালেও রমজানে বাংলাদেশে দাম বাড়ছে। তাই সরকারের মনিটরিং বাড়ানোর প্রতি জোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে শসা, লেবু, পুদিনা ও লেটুস পাতার ভ্যান নিয়ে আসা আব্দুর রশীদ জানান, পণ্যগুলো কারওয়ান বাজার থেকে কিনেছেন। তবে সবগুলো পণ্য বাড়তি দামে কিনতে হয়েছে।

তিনি বলেন, গতকাল শসা কিনেছি ৫০ টাকা কেজি। আজ নিলো ৬৫ টাকা কেজি। একদিনে কেজিতে ১৫ টাকা বেশি লাগছে। বিক্রি করছি ৮০ টাকা।

এই বিক্রেতার জানান, কমপক্ষে ১০ জন ক্রেতা লেবু আর শসার দাম শুনে না কিনে চলে গেছেন। যাওয়ার সময় বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন।

৬টি বড় লেবু কিনলেন গৃহিণী শবনম। তিনি জানান, দাম বেশি হলেও রোজার জন্য কিনতে বাধ্য হচ্ছি। ২ দিন আগেও এ লেবু ৪০ টাকায় কিনেছি। আজকে হালি ৮০ টাকা।

ভ্যানে সবজি বিক্রি করেন এনামুল হোসেন। সেখানে দেখা যায়, অন্য সবজির পাশাপাশি গোল এবং লম্বা ২ ধরনের বেগুনের দাম শুনেই ক্রেতাদের যেন মাথা গরম অবস্থা!

এনামুল বলেন, বেগুন সকালে ১০০ টাকা কেজি করে বিক্রি করেছেন। শেষ সময়ে ৮০ টাকা করে বিক্রি করছেন।

এ বিক্রেতা আরও বলেন, পাল্লায় বেড়েছে ৫০-৭০ টাকা। আগে ৫ কেজির পাল্লার দাম আর আজকের দাম অনেক গ্যাপ। চাইলেও কি আগের দামে দিতে পারবো?

ইসলামপুরে দোকানে চাকরি করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, এ দামে জিনিস না কিনলে খুব ক্ষতি হবে না। ২/১ দিন পর দাম এমনিতেই কমবে। তখন কিনবো।

গত কিছুদিন ধরে ৭৪০ টাকা দরে গরুর গোশত বিক্রি করে আসা দোকানি আজ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। কারণ জানতে চাইলে লক্ষ্মীবাজারের গোশত বিক্রেতা জয়নাল আবেদিন জানান, বেশি দামে গরু কিনেছি, গোশতের দামও বেশি নিচ্ছি। ২/৪ দিন গেলে আবার আগের দামে বেচতে পারবো আশা করি।

এদিকে আঙুর, মালটা, নাসপতি, বেল ও ছবেদা ফলও আজ অন্যদিনের চেয়ে বেশি দামে কিনতে হয়েছে।

বাদামতলী থেকে ফল নিয়ে এসে মহানগর মহিলা কলেজের সামনে দোকান খুলে বসছেন শরিয়তপুরের আরিফ হোসেন। তিনি বলেন, আজকে মাল্টা ৩৫০ টাকা, আঙুর ৩৫০-৩৬০ টাকা, বেলের হালি ১৫০ টাকার নিচে বেচতে পারবো না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনে...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা