লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পৌর শহরের একাধিক পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ২৬ জন ব্যবসায়ীকে ৫৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান। এসময় থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া সহ সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলদারদের ইতোপূর্বে বহুবার সতর্ক করা হয়েছে, জরিমানাও করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে ভবিষ্যতে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।
আমারবাঙলা/ইউকে