লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউপির পূর্ব সাগরদী হাফেজিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের মাঠে অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিততে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ শিহাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি গাজী মিজানুর রহমান, ক্যাশিয়ার ও বিশিষ্ট সমাজ সেবক গাজী আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাজী নূর মোহাম্মাদ মিলন, রায়পুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রায়পুর বর্ণমালা একাডেমির সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আসাদুজ্জামান শুভ, বিশিষ্ট সমাজ সেবক তৌহিদুল ইসলামসহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। তারিই ধারাবাহিকতায় আজকের এই সুন্দর আয়োজন।
অতিথিরা আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসায় এই প্রতিষ্ঠান আজ উন্নতির শিখরে। সবার আন্তরিকতা, শ্রম ও সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠানটি রায়পুর উপজেলায় সেরা একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করবে।
আমারবাঙলা/ইউকে