রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে উলামায়ে মাশায়েখ, তাবলীগ সাথী ও তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর রাজবাড়ী শহরের আজাদী ময়দানে মুসল্লিরা সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, মাওলানা ইয়াসিন সুলতান, মাওলানা আইয়ুব আনসারি, আবু সাইদ তাইয়্যেবী এবং হযরত মোঃ হারুন। বক্তারা সাদপন্থীদের কার্যক্রমকে ইসলামবিরোধী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আখ্যা দিয়ে তাদের গ্রেপ্তার এবং কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাদপন্থীরা তাবলীগ জামাতের মূল ধারার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করছে। তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ না করা হলে সমাজে বড় ধরনের বিভেদ সৃষ্টি হতে পারে।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। মিছিলে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
আয়োজকরা দাবি করেন, সাদপন্থীদের কার্যক্রম শুধুমাত্র তাবলীগ জামাত নয়, গোটা সমাজব্যবস্থার জন্য হুমকি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।