রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫:২৫ মিনিটে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকায় অভিযান পরিচালিত হয়।
এসময় রাজবাড়ী সদর থানার মামলা নং-১০, জি.আর নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ এর এজাহারভুক্ত আসামি মাসুদ রানা (পিতা-মৃত আজগর আলী মণ্ডল, সাং-দয়ালনগর, থানা ও জেলা-রাজবাড়ী)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুদ রানা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে The Arms Act, 1878 এর 19-A ধারা অনুযায়ী মামলা চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, "অস্ত্র ও মাদক ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।"
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।
আমারবাঙলা/ইউকে