সংগৃহিত
রাজনীতি

রংপুরের মানুষের কথা বলতে এমপি হতে চান রুমা

রংপুর ব্যুরো: রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নারী চিকিৎসক শর্মিলা সরকার রুমা বলেছেন, রংপুর অঞ্চলের মানুষের কথা জাতীয় সংসদে বলতে সংরক্ষিত আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করবো। আশা রাখি, আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে দল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ডা. শর্মিলা সরকার রুমা বলেন, আমার জন্ম বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি পরিবারে। তাই বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেই বেড়ে উঠেছি। আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শ পাওয়ায় নিজেকে ধন্য মনে করি।

তিনি বলেন, আমি যেহেতু রাজনীতির পাশাপাশি একজন নারী চিকিৎসক। তাই প্রান্তিক মানুষের জীবনযাত্রার বিষয়ে আমার ধারণা রয়েছে। আমার এলাকার মানুষের অভাব-অভিযোগ, পাওয়া-না পাওয়া, হাসি-কান্নার সাথে আমি পরিচিত। তাদের অভাব এবং না পাওয়ার যন্ত্রণা-বেদনাগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়।

সব ছেড়ে তাদের পাশে দাঁড়াতে আমি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে আসছি। তাদের না পাওয়ার বেদনা যেন আমাকে ব্যাকুল করে তোলে। কখন তাদের পাশে দাঁড়াবো, এই ভেবেই আমার দিন-রাত কেটে যায়। তাদের সুখী করা ও তাদের মুখে হাসি ফোঁটানোই আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই স্বপ্ন দেখছি সেই কিশোর বয়স থেকেই। যতই বেড়ে উঠছিলাম, ততই সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। এখনো দিচ্ছে না। সেই স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।

সে কারণেই আমি এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই। এলাকার মানুষও সেই দাবি করে আসছে।

শর্মিলা বলেন, আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের বাংলাদেশ, সেই মেধাবীরা যাতে ভবিষ্যতে মানুষ হয়ে দেশের সেবা করতে পারে সে বিষয়ে কড়া নজর দিচ্ছি।

এমনকি অসহায় মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। সেই সাথে দুর্যোগ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন্য কাজ করে গিয়েছি। নিজের সবটুকু নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

জান গেছে, ডা. শর্মিলা সরকার রুমা রংপুর নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার সরকারের মেয়ে।

তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ রংপুর জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্বাচিপের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চেয়েছি

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ...

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ডিবিতে থাকবে না আয়নাঘর। থাকবে না কোনো ভাত...

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ক...

পূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

উপস্থানায় আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস...

বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত 

জেলা প্রতিনিধি : বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছা...

সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচি...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

একদিনে ৩১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা