সংগৃহিত
শিল্প ও সাহিত্য
খন্দকার আশরাফুল ইসলাম

ম্যানগ্রোভ অঞ্চল

অবশেষে তোমাকে না চেয়ে থাকা গেল না

যেখানে বৃষ্টি হাওয়ার প্রথম পছন্দ।

যদিও দাড়-কাক ঠিক শহরের পথে,

সেখানে তুমি অনন্য,শার্সির ঘোলাটে ফ্রেমের মত।

যবনিকা না টেনে নেশার পুতুল

গভীর রাতে যেভাবে বেড়াতে আসে,

সীমানা শিরোনাম ছিড়ে ধোয়ার মত

গলে গলে যাবে; আর তুমি কবিতার

বই হাতে রেশমি চুড়ির ছন্দে রবীন্দ্র সরোবরে

নীল রঙের শাড়ী অথবা-

সন্ধ্যা মালতীর ফুলে ঠোঁট রাঙিয়ে তুলবে।

তুমি কবিতার পঙক্তি ছুয়ে নেবে; যেন

তুমি নিজেই শহরের কোন ভাঙ্গা দেয়ালে

লিখে রাখা কোন বেবিলন।

এখানে হলুদ পাখির দল গাইতে চায় না

শুধু নিরবতার মোড়কে ফেলে যায় দীর্ঘশ্বাস।

তাঁরাদের মেঘে বজ্রপাত কত

তবুও নিযুত চোখের মায়া বুঝিনি আমি।

তুমি দীপ্ত কিরণ! মোঙ্গলের আর্কটিক ঝড়।

তুমি শতাব্দীর পথে লিমেরিক ফুল

যে ফুল শুকানোর অপেক্ষায় আমি।

তুমি সুন্দর! প্রেমিকার মত

তুমি ছোয়াচে প্রেমিকার মত।

তুমি প্রজাপতির স্নিগ্ধ সুষমায়

জারুল বনে মধুমতী।

তুমি শরতের মত উদাস আর

শিমুল তুলোর মত শিতল।

মিছিল মিটিংয়ে তিব্র চুম্বন হয়

তুমি তো সেখানেও প্রিয় গদ্যময়!

পিয়নের খোলা বাক্স,তুমি নিখিল ছন্দময়,

তুমিতো সেখানেও অগোছালো ।

নিষিদ্ধ মালার ডালায় তুমি

তুমিও সুখ খোঁজ নিরালায়।

মোমের মত ধিরে ধিরে সোডিয়াম হয়ে শেষে

ফেরারি হও জানালায় বসে।

তোমার অলস বিকেল, ছাপোষা ব্যল্কনির পাশে

ক্যাপাচিনো সাথে আরাম কেদারার পূর্ণতা-

আমার নিরেট শূন্যতাকে পিষে নেয়।

রাতের ব্যস্ততা ছাপিয়ে তুমি ব্যস্ত হও!

আর এপাড়ে তখন নদীর জল

পরিবর্তনের আশায় বয়ে চলে।

সোনালি স্বপ্ন তোমাকে ঘিরে বাঁচে,কিন্তু

সে স্বপ্ন বেঁচে খায়- তার কাছে মরিচিকা সাজে।

তুমি নিত্য যে পথে ঘুরেফির শালিক হয়ে

তুমি নিত্য যে রথে আবির মাখোঁ মন বাড়িয়ে

আমি কারণ ছাড়াই এড়িয়ে যায় সে পথ

পথে মেখে থাকা লাল-নীল পূর্ণতা।

যখন শক্তি হারাই,ছুটে যাই পাহারের শহরে

ঝর্ণার বুকে মুখ লাগিয়ে সঞ্চার করি পরিধি।

যখন শক্তি হারাই,মুছে ফেলি মৌনতা

আমাকে তুলে দেই সফেদ জলের ঢেউয়ে।

হারাতে থাকি দিন,রাত, সবকিছু।

অপেক্ষায় থাকি বৃষ্টি হোক!

আমি ভিজবো বলে বৃষ্টিও হয় রোজ।

ঘিরে থাকা পর্দার আর্তনাদ-

অনেকটা সময় অবধি আমাকে জীবিত ভাবে।

আমিও বেঁচে উঠি,শ্বাস নেই শ্বাস-মূল হয়ে

কোন এক ম্যানগ্রোভ অঞ্চলে।

গুরু প্রকাশ...

প্রজন্ম একুশ ম্যাগাজিন...

বানিয়ারা সাহিত্য পরিষদ (বাসাপ)

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

জয়ে ফিরল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরে...

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস...

বিচারের পরই নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে

‘আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর...

কাল ঢাকা আসছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধি...

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশ...

নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায়

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্ব...

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

শুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা