সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই চট্টগ্রাম শহরের কোতোয়ালী এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক বাবাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ১০ বছর বয়সী মেয়েটিকে রবিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি শহরের একটি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
তিনি বলেন, শিশুটির মা পোশাক শ্রমিক। মা কাজে যাওয়ার পর শিশুটির বাবা এর আগেও তাকে কয়েকবার ধর্ষণ করেছে।
তিনি আরো বলেন, শিশুটি মাকে বিষয়টি জানালে তিনি প্রমাণ সংগ্রহ করতে বলেন। তারপরই শিশুটি প্রমাণ ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে আমরা তাকে অবিলম্বে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাই এবং অভিযুক্তকে আটক করি।
এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।
আমারবাঙলা/এমআরইউ