দুজনের স্বামীই ছিলেন মাতাল, প্রায় মারধর করতেন। সইতে না পেরে দুই নারী তাদের স্বামী ছেড়ে একে অপরকে বিয়ে করেছেন। ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া শহরে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিব মন্দিরে কবিতা ও গুঞ্জা একে অপরকে বিয়ে করেছেন। সাংবাদিকদের তারা বলেছেন, তাদের মধ্যে প্রথম যোগাযোগ হয় ইন্সটাগ্রামে। সংসারে তাদের একই পরিণতির কারণে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়।
তারা জানান, তাদের মাতাল স্বামী তাদের প্রায় মারধর করতেন। এরপরেই তারা তাদের স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জা বরের ভূমিকা পালন করেন। তিনি কবিতার সিঁথিতে সিঁদুর পড়ায় দেন এবং বিয়ে করেন।
গুঞ্জা বলেছেন, আমাদের স্বামীদের মদ্যপান এবং বাজে আচরণের কারণে আমরা যন্ত্রণায় ছিলাম। এই কারণে আমরা নতুন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এনডিটিভি বলছে, তারা এখন একটি বাসা ভাড়া নিবেন এবং নতুন বিবাহিত জীবন শুরু করবেন।
আমারবাঙলা/এমআরইউ