মাগুরা প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালের সামনে আজ (সোমবার ১১ সেপ্টেম্বর) দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
মাগুরা হাইওয়ে থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, আজ দুপুর ২ টার সময় মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী গোল্ডেনলাইন পরিবহন যাওয়ার সময় সড়কের ওপার থেকে মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় গোল্ডেনলাইন পরিবহনটির সঙ্গে সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে ফলে ঘটনা স্থলে আনোয়ার হোসেন (৫০) মারা যায়।
সে মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং রাস্তার সাথে এ্যাম্বুলেন্স ষ্টান্ড থাকায় এক বৃদ্ধ পথচারী সেখান দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্স এর মাঝে চাপ খেয়ে রোকেয়া বেগম (৬০) ঘটনা স্থলে মারা যায়। নিহতের বাড়ী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রামে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।বাসটি পুলিশ আটক করেছে।এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
এবি/ওশিন