বিনোদন

মহানগর নাট্যোৎসব কেন স্থগিত, জানালেন ফারুকী

বিনোদন প্রতিবেদক

গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি স্থগিত হয়ে যায়। আয়োজন স্থগিতের কারণ হিসেবে ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান জানান, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। পরে সেটি স্থগিত হয়ে যায়।

নাট্যোৎসব স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কেন স্থগিত করা হলো নাট্যোৎসব; এ নিয়ে যখন বিতর্ক বাড়ছিল তখন বিষয়টিতে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুকে এ নিয়ে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন তিনি। তুলে ধরেছেন আসল কারণ।

ফারুকী লিখেছেন, ‘নাট্যোৎসব বন্ধের খবরটা দেখে আমরা কাল সন্ধ্যা থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করি। কারণ, সরকার শিল্পকলার মাধ্যমে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেনো পুলিশ উৎসব বন্ধ করতে বলবে?

খোঁজ নিয়ে জানলাম, পুলিশ এইরকম কিছুই বলেনি। কালকে রাতেই বিবৃতি দিয়ে জানিয়েছে তারা কাউকে উৎসব বন্ধ করতে বলেনি। বরং তারা নিরাপত্তা দিতে প্রস্তুত। তাহলে?’

আসল ঘটনা জানিয়ে ফারুকী বলেন, ‘আমাদের দ্রুত অনুসন্ধান থেকে জানা গেলো, নাট্যকর্মীদের মধ্যেই একটা অংশ এই উৎসবের বিরোধিতা করে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছে বেশ কিছুদিন ধরে।

বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় বিবৃতি দিয়ে উস্কানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা দাবি জানায় জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে কালকে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।

কিন্তু দুঃখজনক হচ্ছে, বিবৃতিতে তারা এইসব কিছু না বলে কৌশলে প্রথমে পুলিশের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করলো। এবং বিবৃতির শেষে বলল- মবের কারণে উৎসব বাতিল করতে হলো। তারা তো জানেই কারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাদের পরিচয় না লিখে মব বলে চালিয়ে দেয়ার উদ্দেশ্য কি একটা বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? বা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে তারা জানে। কিন্তু সেটাও তারা বিবৃতিতে উল্লেখ না করা কি ওই বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা কিনা সেটা সবাই ভেবে দেখতে পারেন।’

ফারুকী আরো প্রশ্ন রেখে বলেন, ‘পাশাপাশি আরেকটা প্রশ্নও আসে, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য জাতির কাছে এখনো কি একবারও ক্ষমার চাওয়ার প্রয়োজন বোধ করেছে তারা?’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবী মুক্তিজোটের

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চাই’। মহান ভাষা আন্দোলনের ৭২ বছর...

কামরাঙ্গীরচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির...

প্রাথমিক-মাধ্যমিকের সাত কোটি বই ছাপাই হয়নি

শিক্ষাবর্ষের এক মাস ২১ দিন পার হয়েছে। দেশের সব শিক...

ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতাসহ ৩ জনকে গুলি করে হত্যা

ঝিনাইদহের শৈলকূপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গোলাগুলি...

পোপ ফ্রান্সিস পদত্যাগ করতে পারেন

বয়সের ভারে ন্যুব্জ। শরীর ঠিকমতো চলছে না। বার্ধক্যজ...

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি: টাঙ্গাইলে গ্রেপ্তার ৪

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত...

ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন ইজিবাইকের ৫ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চালকের দক্ষতায় প্রাণে বেঁচে...

আজ ৬০২ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৬ ইসরায়েলি জিম্মি মুক্ত হচ্ছে

হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে গাজায় মুক...

শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লসকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক...

যানজটে জামায়াত আমির, ছাড়াতে গিয়ে বাসচাপায় কর্মী নিহত

কুমিল্লায় যানজটের কবলে পড়া জামায়াতের আমির ডা. শফিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা