দ্বীপ জেলা ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে নতুন বাংলা বছর ১৪৩২ সালকে। এ উপলক্ষ্যে গত সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অফির্সাস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সেখানে আনন্দমুখর পরিবেশে পান্তা ইলিশ খাওয়া হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা । এসময় রং-বেরঙে সজ্জিত হয়ে উৎসবে মেতে ওঠেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ। তারা নতুন বাংলা বছরকে স্বাগত জানান। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোঃ শরিফুল হক, জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/জিজি