আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরিফ, অর্থনৈতিক নাজুক পরিস্থিতির জন্য নিজের দেশ পাকিস্তানকে কার্যত ধুয়ে দিলেন। তিনি বলেছেন, আজ ভারত চন্দ্র জয় করছে। জি-২০-এর মতো বিশাল সম্মেলনের আয়োজন করছে। আর পাকিস্তান বিশ্বের কাছে ভিক্ষা করছে।
গতকাল (সোমবার ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোরে অনুষ্ঠিত এক দলীয় সভায় অংশ নেন নওয়াজ শরিফ। সেখানে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ঋণ করেই চলছে দেশটি। অর্থনীতির এই বেহাল দশা ঘোচাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে দেশটি।
পাকিস্তানের এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে নওয়াজ বলেন, ‘আজ যখন ভারত চাঁদে পৌঁছেছে ও জি-২০ সম্মেলনের আয়োজন করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত যে কীর্তি করেছে তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এখানে এর জন্য কে দায়ী?
দলীয় সভায় ভারতের সঙ্গে তুলনা টেনে নওয়াজ আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখনও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র এক বিলিয়ন ডলার ছিল। কিন্তু এখন তাদের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’ আবারও প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভারত আজ কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় রয়েছে।’
এবি/ওশিন