ক্রীড়া ডেস্ক: সর্বশেষ আসরে ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙ্গেছিল ভারতের মেয়েদের। ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বিজয়ের পতাকা উড়িয়েছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের দ্বিতীয় আসরও বসছে ঢাকায়। এবার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। ভারত চাইবে বাংলাদেশের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে।
এই টুর্নামেন্টে এবার দল একটি কম। চার দলের টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে ২ ফেব্রুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ ভিত্তিক খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
অতিথি তিন দল ভারত, নেপাল ও ভুটান ঢাকায় চলে এসেছে বুধবার। এসেই অনুশীলনে নেমে পড়েছিলেন ভারতের মেয়েরা। বুধবার ভারত ছাড়াও বাংলাদেশের মেয়েরা অনুশীলন করেছে।
বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে চার দলই অনুশীলন করবে। বিকেল ৩ টায় অনুশীলন করবে ভারত। এর পর সোয়া ৪ টায় শুরু হবে ভুটানের প্রস্তুতি। বাংলাদেশের মেয়েরা অনুশীলনে নামনে সন্ধ্যা পৌনে ৬ টায়। ৭ টায় অনুশীলনে নামবে নেপাল।
এবি/এইচএন