সংগৃহিত
আন্তর্জাতিক
আরব সাগর

ভারতের পর পাকিস্তানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে ভারতের পর এবার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। রোববার দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান।

রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে’ পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। দেশটির নৌবাহিনী বলেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য হলো ‘আমাদের এলাকার মধ্য দিয়ে চলাচলকারী পাকিস্তান অভিমুখী এবং আন্তর্জাতিক অন্যান্য জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করা’।

পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এবং আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের লাইনকে (সী লাইনস অব কমিউনিকেশনস) নিবিড় নজরদারির মধ্যে রাখতে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে নিজেদের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছে।’

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সী লাইনস অব কমিউনিকেশন বলতে বন্দর এবং উন্মুক্ত পানিপথের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল, নৌ-চলাচল এবং অন্যান্য সামুদ্রিক কার্যকলাপের জন্য প্রতিষ্ঠিত সামুদ্রিক রুট এবং পথগুলোকে বোঝায়। এই রুটগুলো আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন এবং নৌযান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের মহাপরিচালকের মতে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

তিনি আরও বলেছেন, ‘(এটি ছাড়াও) আমাদের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক রুটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানের মাধ্যমে আকাশপথেও ব্যাপক নজরদারি করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী ভারতও আরব সাগরে তাদের তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মূলত লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখেও পড়েছে।

গত মাসে, আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা হয়। সেই জাহাজটিতেও ২১ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে। এমভি কেম প্লুটো ছাড়াও, ভারতের উদ্দেশে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাংকারের ওপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়।

সেই হামলার পরই আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। আর এবার নিরাপত্তার কথা উল্লেখ করে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানাল পাকিস্তানও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি নন, বলছে ফ্যাক্ট চেক

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ...

ধুমধামে পেঙ্গুইন মিকির জন্মবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করে মিকি...

দেশের ৬১ শতাংশ মানুষ চান আগামী এক বছরের মধ্যে নির্বাচন হোক

দেশের ৬১ দশমিক ১ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে...

কুমিল্লায় যুদ্ধসমাধিতে ২৩ জাপানি সেনার দেহাবশেষ মিলেছে

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে ২৪ জন জাপানি...

নায়িকা পরীমনির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০)...

ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম

কুড়িগ্রামে তাপমাত্রা আরো কমে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট...

কপ-২৯: বছরে ৩০০ বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো

জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতিব...

নবআলো সাহিত্য সংহতির ৩১ সদস্যের ঢাকা বিভাগীয় কমিটি

‘শিল্প-সাহিত্যের নান্দনিক চর্চায় জ্বলে উঠুক সভ্যতার বহ্নিশিখা’&md...

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫-এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে...

আসহাবুল উখদুদ: যুবকের আত্মত্যাগে সত্যের পথ প্রদর্শন 

সত্য প্রতিষ্ঠায় যুবকদের অবদান যে কী রকম হতে পারে ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা