সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একই বংশের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বড়বাড়ি বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন বিশুতারা গ্রামের আজাদ আলী (৫৮) ও একই গ্রামের আমানত আলী (৬০)। তারা একই বংশের লোক। পূর্ববিরোধের জের ধরে গত আট বছরে উভয় পক্ষের এক নারী ও এক পুরুষ খুন হয়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিশুতারা গ্রামের আজাদ আলী ও তার সৎভাই ছায়েদ আলীর মধ্যে ২০১৪ সাল থেকে বিরোধ চলে আসছে। পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে এ বিরোধের সৃষ্টি। এ বিরোধকে কেন্দ্র করে বড়বাড়ি বংশের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তারা কিছুদিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। হচ্ছে মামলা–মোকদ্দমা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোর ছয়টার দিকে প্রতিপক্ষের লোকজন আজাদ আলীর বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকাল সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সরাইল-অরুয়াইল সড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুরুতর আহত হন আমানত আলীসহ অন্তত ১০ জন। আমানত আলীকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদর হাসপাতালে আমানত আলী মারা যান। নিহত দুজনের মধ্যে আজাদ আলী ছিলেন ব্যবসায়ী আর আমানত আলী ছিলেন কৃষিশ্রমিক।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে আছে। গ্রামে পুলিশ মোতায়েন আছে। গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য...

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহ...

সুদানে সংঘাতে নিহত ৬৫

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘাতে কমপক্ষে ৬৫...

মায়ের চিকিৎসায় ঢাকায় এসে নিখোঁজ সুবা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নি...

ফের প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

প্রায় নয় বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলি...

চূড়ান্ত পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার জয়

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্...

দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান আর নেই

বিশ্বখ্যাত আধ্যাত্মিক নেতা, বিলিয়নেয়ার উদ্যোক্তা,...

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদ...

মেলানিয়া ট্রাম্প ৫৪ বছর বয়সেও কী করে ফিট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স...

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হামলা চালিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা