ক্রীড়া ডেস্ক: লিন্ডসে হোরান। প্রথমার্ধের ইনজুরি সময়ে গিয়ে (৪৫+১ মিনিটে) হঠাৎ করেই ব্রাজিলের জালে বল জড়িয়ে দিলেন তিনি। লিন্ডসে হোরানের এই একটি গোলেই ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে কনকাকাফ ওমেন গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।
সান দিয়েগোয় প্রায় ৩২ হাজার স্বাগতিক দর্শকদেরই আনন্দে ভাসান লিন্ডসে হোরান। এবারই প্রথমবার আয়োজন করা হয় কনকাকাফ ওমেন গোল্ডকাপ টুর্নামেন্ট। গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে হেরে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। এরপরও চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
ম্যাচ শেষে লিন্ডসে হোরান বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটি ম্যাচ। কঠিনভাবে আমাদেরকে চেপে ধরেছিলো ব্রাজিল। এই অবস্থায় গোল করতে পেরে আমি সত্যিই অভিভূত। এরপর দলকে জিতিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।’
এই নিয়ে কোনো টুর্নামেন্টের ফাইনালে চতুর্থবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। একবারও ব্রাজিল হারাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। আগের তিনবারও মার্কিন মেয়েরা জিতেছিলো। এরমধ্যে ২০০৪ এবং ২০০৮ অলিম্পিক গেমসের ফাইনালও রয়েছে।
এবি/ এইচএন