বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বুধবার (১২ মার্চ) সকালে ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এ কার্যক্রম পরিচালনা না করেই বেতন ভাতা উত্তোলন করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন করা হয়। এনফোর্সমেন্ট টিম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের সাথে সাক্ষাতপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র, উপাচার্য ও রেজিস্টারের বক্তব্য এবং সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনান্তে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক এনফোর্সমেন্ট টিম জানিয়েছেন।
আমারবাঙলা/ইউকে