নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে ফের স্বল্প দূরত্বের লোকাল, মেইল, কমিউটার ট্রেন চলবে। পরবর্তীতে আন্তঃনগর ট্রেন চালু হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর রেলভবনে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, বৃহস্পতিবার থেকে রেল চলাচল শুরু হবে। শুরুতে শুধু মেইল, লোকাল এবং কমিউটার ট্রেন চলবে। এরপর ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত ১৮ জুলাই বন্ধ করা হয় ট্রেন চলাচল। জ্বালানি তেলবাহী কিছু রেলগাড়ি চললেও ওই দিনের পর আর যাত্রীবাহী ট্রেন চলেনি। পরে গত ২৫ জুলাই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে আবার সেটি বাতিল করে রেল মন্ত্রণালয়।
আমার বাংলা/এমআর