নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) কমলাপুরে এই ঘটনা ঘটে।
গণমিছিল থেকে প্রতিবেদক জানান, দুপুরে বিএনপির গণমিছিল কমলাপুরে আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে মিছিলে অংশ নেয়া বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই মারামারি চলে বেশ কিছুক্ষণ।
এদিকে ১৫ দিন পর এক দফার দাবিতে আবারও সরব হয়েছে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল করছে দেড়যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি।
শনিবার দুপুরে রাজধানীর রামপুরা ও কমলাপুর থেকে মিছিল শুরু হয়। মিছিল দুটি যোগ দেয়ার কথা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
সবশেষ গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করেছিল বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।
রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে দুটি গণমিছিল বের করেন নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, সরকারবিরোধী আন্দোলনের এ পর্যায়ে পিছু হটার কোন সুযোগ নেই।
চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চার প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকদলগুলো।
এবি/ওশিন