খেলা

বাঘিনীদের কাছে বাংলাওয়াশ আয়ারল্যান্ড

আমার বাঙলা ডেস্ক

বোলারদের দারুণ পারফরম্যান্সের পর শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের ফলে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নামেন সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে থামতে হয় তাদের। জবাবে বাঘিনীরা ১২.৩ ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। তাতেই নিশ্চিত হয়ে যায় অতিথিদের বাংলাওয়াশ।

আইরিশদের বিপক্ষে সিরিজটি ছিল উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। সব ম্যাচ জেতায় পাকিস্তানকে টপকে এক ধাপ উপরে উঠে বাংলাদেশ ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৭ নম্বরে আছে। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে।

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই আউট হন মুর্শিদা খাতুন। ১৬ বলে ৮ রান করে তিনি ওরলা প্রেন্ডারগাস্টের শিকার হন। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক নারীদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৪৩ রানের রেকর্ড জুটি গড়েন।

সিরিজে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা। এর আগে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি করতে তিনি খেলেন ৫৮ বল। এবারো আশা জাগিয়ে অবশ্য শতকের দেখা পাননি। এমি ম্যাগুয়েরের বলে ফ্রেয়া সার্জেন্টের হাতে ধরা পড়ার আগে ৮৮ বলে ১১ চারে ৭২ রানের চমৎকার ইনিংস খেলেন।

হাফ সেঞ্চুরি হাঁকানো ওপেনার ফারজানা ৯৯ বলে ৬ চারে ব্যক্তিগত ৬১ রানে ম্যাগুয়েরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৮) এবং সোবহানা মোস্তারি (৭) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড দলীয় ৯ রানের মাথায় হারায় প্রথম উইকেট। অফব্রেক বোলার সুলতানা খাতুনের ডেলিভারিটি স্বাভাবিকের চেয়ে বেশ নিচু হয়ে গিয়েছিল। সুইপ করতে গিয়ে ব্যর্থ সারাহ ফোর্বসের ব্যাটের কোণায় বল লেগে স্টাম্পে আঘাত হানে।

স্পিনার রাবেয়ার বলে সুইপ করতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি হান্টার। মিডল স্টাম্পের উপর নিচু হয়ে যাওয়া বলটি তার শরীরে লাগলে আম্পায়ার লেগ বিফোরের আবেদনে সাড়া দেন। হান্টারের ইনিংস ২৩ রানে থামে।

স্কোরবোর্ডে এক পর্যায়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৯৭ রান। সেখান থেকে আকস্মিক ব্যাটিং ধসে ২৬ রান যোগ করতেই তারা হারিয়েছে ৪ উইকেট।

ব্যক্তিগত ৩৮ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন গ্যাবি লুইস। ডানদিকে অনেকটা সরে গিয়েও বল গ্লাভসবন্দিতে ব্যর্থ হন বাঘিনীদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সুযোগ কাজে লাগিয়ে আইরিশ অধিনায়ক ফিফটি হাঁকান। পরে অবশ্য তাকে সাজঘরে ফেরান ফাহিমা খাতুন। গ্যাবি ৭৯ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলেন। খানিক পর লিয়া পল ৯ রান করে রাবেয়া খানের সরাসরি থ্রোয়ে রান আউট হন।

ওরলা প্রেন্ডারগাস্ট ২৭ রানের ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে বোল্ড হন। এরপর সুলতানা খাতুনের বলে লং অনে ফাহিমা খাতুনের হাতে ধরা পড়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়েন ৬ রান করা উনা রেমন্ডহোয়ে।

দলীয় স্কোর দেড়শ পার হওয়ার পর আর্লিন কেলি ১৮ রান করে নাহিদা আক্তারের বলে ফিরতি ক্যাচে ফেরেন। লেগ বিফোরের ফাঁদে পড়ে নাহিদার দ্বিতীয় শিকারে পরিণত হন ১৯ রানে থামা আলানা ডালজেল। অতিথি দলের শেষ ওভারের প্রথম বলে ১৩ রান করা কারা মারেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফাহিমা। ওভারের শেষ বলে একইভাবে আউট হন এমি ম্যাগুয়ের।

বাংলাদেশের পক্ষে ফাহিমা ৪৩ রাম খরচায় পান ৩ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় ২ উইকেট নেন সুলতানা। নাহিদা ২ উইকেট নেন ৫৫ রান খরচে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

নীলফামারীর জলঢাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে শফিউর রহমান নামের এক ব্যাক্তিকে শীর্ষ চা...

শত বছর আগের চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে আনে

ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ অনেক দি...

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বেনাপোল থেকে ফেরত ৪ পণ্যবাহী ট্রাক

বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবি...

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণ...

ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিলো জেনিন ব্রিগেডস!

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (...

অভিনেত্রী মেঘনা আলম ডিটেনশন আইনে কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে আটকের পর অভিনেত্রী মেঘনা আলমকে কারা...

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচে...

বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে মেট্রোরেলের ২ স্টেশন বন্ধ থাকবে

বাংলা নববর্ষের দিন বর্ষবরণ শোভাযাত্রা চলাকালে (সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত)...

লাইফস্টাইল
বিনোদন
খেলা