বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সহকারী নির্বাহী প্রকৌশলীর কনফারেন্স রুমে রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা হিসেবে সংবর্ধনা পান জনাব নারায়ন প্রসাদ সরকার, সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, দিনাজপুর। নবাগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব আবু জাফর মোঃ রাকিব হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, দিনাজপুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব মোঃ নুরুজ্জামান, উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য), বাংলাদেশ রেলওয়ে, রুহিয়া। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, যা করেন অফিস সহায়ক মো. আলম হোসেন। গীতা পাঠ করেন শ্রী বিনোদ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উচ্চমান সহকারী মো.সোহেল রানা। বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর কার্যালয়ের প্রকৌশল উপ-বিভাগের আয়োজনে অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা প্রদান ও নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আমার বাঙলা/ ইউকে