ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
জাতীয়
চিন্ময়-ইসকন ও সংখ্যালঘু

বাংলাদেশ ইস্যুতে যা বলল ভারত

আমার বাঙলা ডেস্ক

ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আমরা আশা করি, সে দেশের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।’

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করব, চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে এবং তাঁর আইনি অধিকার রক্ষা করা হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই জয়সওয়ালকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন।

রণধীর বলেন, “হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে।”

চিন্ময় দাসের বিষয়ে তিনি বলেন, “আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমরা দেখেছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে নিষ্পত্তি হবে। এছাড়া তার যে আইনি অধিকার রয়েছে সেটিও পুরোপুরিভাবে তিনি পাবেন।”

অপর এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে।” এ সময় বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান এই মুখপাত্র।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বৃহস্পতিবার সংসদে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের মন্দির, বিগ্রহ এবং ধর্মীয় স্থানগুলো ধারাবাহিক হামলার শিকার হচ্ছে। দুর্গাপূজার সময় ঢাকার তাঁতিবাজারের মণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে ডাকাতির মতো ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত আশা করে, বাংলাদেশ সরকার সে দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো সুরক্ষিত রাখবে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণীর অবস্থান

লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের দাবিতে এক কলেজ শিক্ষার্...

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রেষনে,স্বাস্থ্য সেবা ব্যাহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান...

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল: বড় সমস্যা দেখছে না সরকার ও ব্যবসায়ীরা

বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়নের মাঝে ভা...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

নীলফামারীর জলঢাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে শফিউর রহমান নামের এক ব্যাক্তিকে শীর্ষ চা...

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

ফতুল্লায় স্ত্রীর সাবেক স্বামী ও কন্যার হামলায় ব্যবসায়ী গুরুতর আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিতু নামের এক নারীর সাবেক স্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা