সংগৃহিত
খেলা

বাংলাদেশের সিদ্ধান্তে বিস্মিত তামিম

ক্রীড়া ডেস্ক: ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের চারবারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। সুপার এইটেও তারা হারলো ৫০ রানের বড় ব্যবধানে। পরাজয়টা অপ্রত্যাশিত নয়, কিন্তু কিছু সিদ্ধান্ত বিস্মিত করেছে অনেককে, তার মধ্যে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ফিল্ডিং নেন। অ্যান্টিগার ওই পিচে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানোর বিষয়টি অবাক করেছে তামিমকে। বিশেষজ্ঞ হিসেবে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে নিজের ভাবনা ভাগাভাগি করেন সাবেক অধিনায়ক।

ম্যাচের পরবর্তী বিশ্লেষণে তামিম বলেছেন, ‘যখন আপনার ব্যাটাররা রান করছে, তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার ব্যাটিং লাইনআপ ১৬০ কিংবা ১৭০ রানের মতো সংগ্রহকে তাড়া করতে পারবে। কিন্তু আপনি জানেন যে আপনার ব্যাটিং ভুগছে, তখন বাংলাদেশের আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে। এই ম্যাচে তাদের কয়েকটি সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। আঙুল ওঠার মতো ব্যাপার।’

তামিম আরও যোগ করেন, তাসকিন আহমেদকে বসিয়ে লোয়ার অর্ডার ব্যাটার জাকের আলীকে একাদশে রাখার সিদ্ধান্তেও হতবাক তিনি। টিম ম্যানেজমেন্টের এমন পদক্ষেপ নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার বললেন, ‘তাসকিন কেন খেললো না, এই ব্যাপার আমাকে খুবই বিস্মিত করেছে। দুই স্পিনাররাই প্রচুর রান দিয়েছে। একটা সময় তানজিম দ্রুত টানা উইকেট নিয়ে ভারতকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। যদি তাসকিন অতিরিক্ত ফাস্ট বোলার হিসেবে থাকতো, বাংলাদেশ ভারতের ওপর আরও চড়াও হতে পারতো। শিবম দুবের শর্ট বলে দুর্বলতা সম্পর্কে আমরা জানি। তার বিরুদ্ধে ওই ট্যাকটিকস কাজে লাগানোর মতো দক্ষতা তাসকিনের ছিল।’ টস থেকে শুরু করে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ভিন্ন কিছু হতে পারতো মনে করেন তামিম।

তাছাড়া বাঁহাতি পেসারের বিরুদ্ধে রোহিত শর্মার কথিত দুর্বলতাকে কাজে লাগাতে মোস্তাফিজুর রহমানকে কেন নতুন বল দেওয়া হলো না, সেটাও বুঝতে পারছেন না বাংলাদেশের ওপেনার। আগের ম্যাচগুলোতে নতুন বল হাতে দারুণ পারফরম্যান্স করা তানজিম হাসান সাকিবকেও বল দেওয়া হয়েছে দুই ওভার পরে, যখন দুই স্পিনার মেহেদী হাসান ও সাকিব আল হাসানের ওপর চড়াও হন রোহিত ও কোহলি।

এনিয়ে তামিম বলেছেন, ‘সবাই বলাবলি করছে রোহিত শর্মার বাঁহাতি ফাস্ট বোলিংয়ে কিছুটা দুর্বলতা আছে। বাঁহাতি সিমারকে দিয়ে শুরু করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। একটু পরখ করে দেখতে পারতো। ভারত ১৯৬ রান করেছে, তাতে রোহিতের শুরুটা ছিল গুরুত্বপূর্ণ। এভাবেই মোমেন্টাম আসে।’

তিনি আরও বলেন, ‘আগের ম্যাচগুলোতে নতুন বল হাতে ভালো করেছিল তানজিম। আজ সে নতুন বল পায়নি। কেন অন্য কারও জন্য পুরো সেটআপ আপনি পরিবর্তন করবেন, এমনকি যখন কেউ অসম্ভব ভালো করছে?’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

রোহিঙ্গা সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

শীতে কাঁপছে পঞ্চগড়, ঢাকায় এখনো গরম

আর কিছুদিন পরই হয়তো ঢাকায় জেঁকে বসবে শীত। তবে এর আ...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা

বিশ্বের পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর...

৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্যাটারিচালিত রিকশার চালকেরা রাজধানীর জুরাইন রেলক্...

সংখ্যালঘুদের জন্য ৪২ আসন সংরক্ষণের দাবি

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে সংখ্যালঘুদের জন্য...

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা