চলতি মৌসুমে বগুড়ায় ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল, ৪৮ টাকায় আতপ ও ৩৬ টাকা কেজি দরে গম কিনবে সরকার। অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বগুড়া সদরে সেদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৬৭৮ মেট্রিকটন এবং ৬৩৬ মেট্রিকটন ধান।
রবিবার ( ২৭ এপ্রিল ) বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা এ তথ্য জানান৷ এদিন শহরের চকসুত্রাপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, সরকার নির্ধারিত মূল্যের ধান, চাল ও গম সংগ্রহে কোনো অনিয়ম পেলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি কৃষকেরা উপকৃত হবেন। মিল মালিকরাও তাদের উৎপাদিত চাল গুদামে সরবরাহ করতে পারবেন। কৃষকেরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হন। সেদিকে নজর রাখতে স্থানীয় প্রশাসন, কৃষি ও খাদ্য বিভাগের কর্তকর্তাদের নির্দেশনা দেন।
উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক মো. ইউসুফ আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতিকুল ইসলাম, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্য নন্দ পাল, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক, সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, কিবরিয়া অটো মিলের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার, তানভীর অটো মিলের স্বত্বাধিকারী কেতাউর রহমান, কৃষক রাসেল হোসাইন প্রমুখ।
আমারবাঙলা/ইউকে