সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চাঁদাবাজ, অছাত্র, রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত ব্যক্তিরা রয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। গত শনিবার তারা সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেন।

এদিকে রবিবার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতা সাকিব মাহাদীর নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল আসে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও সদ্যঘোষিত বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আসেন। তাদের তোপের মুখে পড়েন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেতাদের মাইক্রোফোন কেড়ে নিয়ে কমিটি বাতিল করার দাবি জানান এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। সেখানে কথা-কাটাকাটি ও তুমুল হট্টগোল হয়। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শিক্ষার্থী মেহেদী হাসান সাহেদ বলেন, পর্যটন মোটেলে রবিবার সন্ধ্যায় পূর্বনির্ধারিত নাগরিক কমিটির মতবিনিময় সভা ছিল। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কমিটির সদস্যদের ডাকা হয়েছিল। প্রতিবাদে জুলাই আন্দোলনে যুক্ত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিতর্কিতদের নিয়ে সভা করার প্রতিবাদ করেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সদ্যঘোষিত বগুড়া জেলা কমিটি সাত দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন। তারা সাকিব হাসানকে বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণা করা হবে বলেও আশ্বস্ত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের অনুমোদন দেওয়া বগুড়া জেলা কমিটিতে সরকারি আজিজুল হক কলেজের মাহমুদুল হাসানকে আহ্বায়ক ও সরকারি শাহ সুলতান কলেজের সাকিব খানকে সদস্যসচিব করা হয়েছে। গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজের আজিম উদ্দিনকে মুখ্য সংগঠক ও সরকারি আজিজুল হক কলেজের মো. আইয়ুবকে মুখপাত্র পদ দেওয়া হয়। ছয় মাস মেয়াদি কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে ২৬ জন করে। ২৫ জনকে সংগঠক ও ২৫৪ জনকে সদস্য করা হয়।

কমিটিতে চাঁদাবাজ, অছাত্র, রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত, বিতর্কিত এবং জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, এমন কিছু ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে অভিযোগ তুলে শিক্ষাথীদের একাংশ শনিবার বিকেলে বগুড়া জিলা স্কুল ফটকে সংবাদ সম্মেলন করেন। ‘বিতর্কিত কমিটি’ বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় নেতাদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন তারা।

বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে চারজন শিক্ষার্থী পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন। ওই চারজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সীমান্ত, সংগঠক তৌকি তাহমিন ও শাহ সুলতান।

সংবাদ সম্মেলনে বগুড়া জিলা স্কুল, সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো এলপি গ্যাসের দাম

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৯ টাকা...

বছরে লাখে ক্যানসার রোগী শনাক্ত ৫৩ জন

জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনে দেখা গেছে, দেশের...

গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহতরা 

দাবি পূরণের আশ্বাস পেয়ে গভীর রাতে যমুনা থেকে সরে হ...

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫...

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধি, কৃষক আলু ফেলে দিলেন রাস্তায়

আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অব...

মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা...

ঢাকা-করাচি রুটে ফ্লাই জিন্নাহ’র ফ্লাইট শিগগির

করাচিভিত্তিক এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ শিগগিরই ঢাকা–করাচি রুটে ফ্লাইট শুর...

কিছুদিন পর দেখবো খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

দেশের মিডিয়ায় দেড়যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য। তাদেরকে সরানো য...

পুনরায় দাফন করা হচ্ছে সাবেক নাসরাল্লাহকে

৫.মৃত্যুর প্রায় পাঁচ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হিজবুল্লাহর সাবেক প্রধান হা...

সাবিনা ইয়াসমীন কখন বাসায় ফিরবেন

গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা