বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জাল টাকাসহ মো. রাসেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ( ০৭ মার্চ ) বিকেল সাড়ে ৫ টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। এসময় রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোটসহ মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।
গ্রেপ্তার রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। পুলিশের দাবি, রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।
আমারবাঙলা/ইউকে