বগুড়ার সদর উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় ছেলে সাইফুল ইসলাম (৩৬)। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে।
গতকাল সোমবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সড়লপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধার নাম আব্দুস সামাদ, বয়স ৭০।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে কলা গাছ। সে কলা গাছগুলো ছেলে সাইফুল ইসলামকে কাটতে নিষেধ করায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তারা আরো জানান, শেষ বয়সে বাবা মা ছেলের কাছে নিরাপদ থাকার কথা। সেই ছেলের হাতেই লাঞ্ছিত বৃদ্ধ বাবা। এমন ছেলেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমারবাঙলা/ইউকে