ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি কার্গো জাহাজসহ তিন জনকে আটক করা হয়েছে।
গত রবিবার (০৯ মার্চ) সকালে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার জয়চাঁদপুর গ্রাম এলাকায় এলাকাবাসীর সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা ভ্রাম্যমান আদালতের করা হয়। বিচারক শিবু দাশ জানান, ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি কার্গো জাহাজসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃত কার্গো জাহাজটি নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে এবং আটককৃত শাহীন আলম সিফাত (২০), রিয়াজ (২৯) ও মনির (২৯) কে থানায় সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ মুহুরী গঞ্জের হারুন, করের হাটের শাখাওয়াত, রানা ও হক সাবসহ একটি সন্ত্রাসী গ্রুপ ৫ জুলাইর পর থেকে অবৈধভাবে বালু বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের নামে তারা কার্গো জাহাজে ড্রেজার মেশিন বসিয়ে চর কেটে নিয়ে যাচ্ছে ফলে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর-সোনাপুর গ্রাম ও তিলকের চর এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি-কৃষিজমি, গাছের বাগান, খামার, হিন্দুদের স্মশান, হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্প। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পায়নি।
বন্ধ হয়নি অবৈভাবে বালু উত্তোলন। মাঝে মাঝে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হলেও চর কাটার এই মহা উৎসব বন্ধ করা কোন ভাবেই সম্ভব হচ্ছেনা। নিরুপায় হয়ে সম্প্রতি এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ফেনী নদীর তীরে তিলকের চর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। গ্রামবাসীর বিক্ষোভ এবং প্রশাসনের অভিযানের কারনে নদীর তীর ও চর কাটা বন্ধ করে ২টি কার্গো জাহাজ ও ড্রেজার মেশিন পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় প্রশাসন একটি কার্গো জাহাজ ও অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম উদ্ধার করে।
আমারবাঙলা/ইউকে