ফেনীর সোনাগাজীতে ভুমি বিরোধের জেরে কৃষক আবুল হাশেম (৫০) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।
জানা গেছে, ২০২১ সালের ৩০ মে ভুমি ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের বাসিন্দা কৃষক বেলাল হোসেনকে হত্যা করে একই গ্রামের আবুল হাশেম ও তার পরিবারের সদস্যরা। এঘটনায় বেলালের পরিবারের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন হাশেম। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় পূর্বের ন্যায় চাষাবাদ ও পশুপালন শুরু করেন তিনি।
মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল ৭টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে খামারে যাওয়ার পথে পশ্চিম চরদরবেশ নামক স্থানে আবুল হাশেমকে কুপিয়ে জখম করে ১০/১২ জন মুখোশধারি দুর্বৃত্তরা। পুলিশের একটি টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকাল ১১টার দিকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে ওই গ্রামের আবদুস শুক্কুরের ছেলে।
স্থানীয়রা বলেন, ৫ আগস্টের পর গ্রামে ফিরে হাশেম তার সহযোগীদের নিয়ে স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানকে মারধর করে এবং তার বাড়িতে হামলা করে।
নিহতের বাবা আবদুস শুক্কুর জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হাশেমকে হত্যা করা হয়েছে। জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বায়েজিদ আকন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় এলাকার আধিপত্য ও পুর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটনা ঘটতে পারে জানান তিনি।
আমারবাঙলা/ইউকে