বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে রমজানে রোজাদারের কষ্ট লাঘব করার লক্ষ্যে মাসব্যাপী 'কেনা দামে বেচা' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে শহর নেতৃবৃন্দ জানিয়েছেন।
মঙ্গলবার (০৪মার্চ) সকালে শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের পর জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হান্নান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।
মাওলানা আবদুল হান্নান বলেন, রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্য বৃদ্ধি ও ভেজালের প্রতিযোগিতায় লিপ্ত হন। এতে রোজাদারদের কষ্ট বহু গুণ বৃদ্ধি পায়। তাই আমরা রোজাদার গনের কষ্টের কথা বিবেচনা করে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে এধরনের ভ্রাম্যমাণ দোকান চালু করেছি। তিনি আরো বলেন, আমরা সংগঠন থেকে ভর্তুকি দিয়ে ভেজালমুক্ত ও ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় পন্য আপনাদের হাতের নাগালে নিয়ে এসেছি, যেন আপনারা পবিত্র রমজানে কিছুটা হলেও স্বস্তি ফিরে পা্ন। এসময় আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান, ৯নং ওয়ার্ডের আমীর হাফেজ নজরুল ইসলাম, ১৭নং ওয়ার্ডের আমীর রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জামায়াতের উদ্যোগে শহরের মহিপাল ও সদর হাসপাতাল মোড়েও এধরনের ব্যবসা কেন্দ্র চালু করা হবে। এছাড়া আগামী দু’এক দিনের মধ্যে জেলার প্রতিটি উপজেলা এবং পৌরসভায় এধরণের কার্যক্রম চালু হবে। নেতৃবৃন্দ জানিয়েছেন, পরিবহন, প্যাকেজিং সহ কোন খরচ পণ্যের ক্রয়মূল্যের সাথে যোগ করা হয়নি। স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে সাধারণ মানুষ আনন্দিত ও উৎফুল্ল।
আমারবাঙলা/ইউকে