ছবি-সংগৃহীত
জাতীয়
বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে অবস্থিত ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরাইলি ইহুদিদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন।

শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজ শেষে রাজধানীর হাতিরপুলের সোনারগাঁও রোডে সংগঠনটির নেতৃবৃন্দের উদ্যোগে সাধারণ মুসুল্লিদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যা চালানো দখলদার ইহুদিদের ষড়যন্ত্র এবং হামলার বিরুদ্ধে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতিও আহবান জানানো হয়।

এসময় নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ মুসুল্লিরা দখলদার ইসরাইলি ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই ১ হাজার ৬৬১ জন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস হামলা চালানোর পরই ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, তাদের সেনারা গাজায় যে হারে হামলা চালাচ্ছে, এমন তীব্র হামলা গত কয়েক দশকে দেখা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঈদুল ফিতরের জামাতের বিশালত্ব যেন সকলে...

ঈদের শুভেচ্ছায় হামজা-জামালদের বার্তা

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাত...

আগামী ঈদ করবেন আরাকানে, আশা রোহিঙ্গাদের

দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আ...

আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট...

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন।...

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে প...

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হ...

নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করলো দুর্বৃত্তরা

ঢাকার সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরী বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা...

মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন...

আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা