রাজধানীর ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরজুমান আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মানসি প্লাজা ৭তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে প্রথম আগুন লাগে। আগুন তেমন ভয়াবহ নয়। তবে ধোঁয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
.
আমার বাঙলা/এসএইচ