মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে পুড়ে গেছে বনের প্রায় এক একর ভূমির গাছপালা। খবর পেয়ে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় সেটা এখনো জানাযায়নি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পায় সংরক্ষিত এ বনের কর্মকর্তারা। পরে বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বন কর্মীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। তার আগেই বনের প্রায় ১ একর বন ভূমি পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সুত্রে জানা যায়, বনের পূর্বপাশে এবং হীড বাংলাদেশের পশ্চিমে একটি টিলার ভূমিতে দুপুরে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুন। সাথে সাথে স্থানীয় এলাকাবাসী বন কর্মীদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার ফাইটার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বনকর্মী ও স্থানীয়দের নিয়ে সাড়ে ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা আরো জানান, আগুন লাগার পর বনের বন্য প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। আগুনে বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে যাওয়ায় অনেক বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। এতে অনেক প্রাণী মারা যাবার সম্ভাবনা রয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন গণমাধ্যমকর্মীদের বলেন, প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের ছড়িয়ে যায়। এতে বনের প্রায় ১একর জায়গার ছোট ছোট গাছপাতা ও লতাপাতা পুড়ে গেছে। খবর পেয়ে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় প্রায় ১ একর জায়গা পুড়ে গেছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
আমার বাঙলা/ এসএ